মহান বিজয় দিবস উপলক্ষে ব্যাতিক্রমধর্মী আয়োজন করেছে – বোয়ালমারী, কাঁচদহ সমাজকল্যাণ সংঘ। নবাবগঞ্জ। দিনাজপুর।
দিনাজপুর থেকে মোস্তফা কামাল রুমন।
দিনাজ পুরের নবাবগঞ্জ উপজেলার বোয়ালমারী, কাঁচদহ সমাজকল্যাণ সংঘ গত কাল মহান বিজয় দিবস উপলক্ষে একটি ব্যতিক্রমধর্মী প্রোগ্রাম এর আয়োজন করে ব্যপক প্রসংশা কুড়াচ্ছে।সংগঠন টি মহান মুক্তি যুদ্ধের সময় যে সকল মহান নারী পূরুষ তাদের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে এ দেশকে স্বাধীন করার জন্য নিঃস্বার্থ ভাবে জীবন কে কুরবানী দিয়ে আমাদের স্বাধীনতার স্বাদ আস্বাদন করেছেন, তাদের রুহের মাগফেরাত ও জান্নাত কামনা করে একটি দোয়া ও আলোচনা সভার আয়োজন করেন।
যেখানে এ বিজয় দিবস কে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় এ দিবস টিকে শহিদ মিনারে ফুল দিয়ে, নাচ,গান,নৃত্য ইত্যাদি দিয়ে পালন করেছে,সেখানে এই সংগঠন টি স্রোতের বিপরীতে এত সুন্দর একটি প্রোগ্রাম করে এলাকায় ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।
এ বেপারে অত্র সংগঠন এর সহসভাপতি মোঃ দেলোয়ার হোসেন বলেন-যদিও শহিদ দের ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানানো হয় কিন্তুু এই শ্রদ্ধা তো তাদের জন্য যথেষ্ট নই।বরং তাদের জন্য দোয়া করি তারা যেনো মহান আল্লাহর নিকট প্রকৃত শহিদের মর্যাদা পান।
সংগঠন এর শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, জনাব নুরনবী লিটন পাঠান বলেন এ ফুল দেওয়া টা যদিও একটি রাষ্ট্রিয় কালচার তার পরোও আমি মনে করি ইসলামের দৃষ্টিতে এই ফুল দেওয়া টা যথেষ্ট নই,তাই আমারা শহিদ দের মাগফিরাত কামনা করে এ দোয়ার আয়োজন করি।
সংগঠন এর সাহিত্য বিষয়ক সম্পাদক জনাব এম.এ খালেক বলেন,এ সংগঠন টি সব সময় জনকল্যাণমুখী কাজে এলাকায় ব্যপক প্রশংসা কুড়াচ্ছেন, আমরা দেশ বাসীর কাছে দোয়া চাই,আমরা যেনো সকল অপ -সাংস্কৃতি হতে মানুষকে বের করে সমাজ কে বদলে দিতে আরো বেশি বেশি ভালো কাজ করতে পারি।
সংগঠন এর যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ মিনহাজুল ইসলাম এর সঞ্চালনায় কালকের এ প্রোগ্রাম টি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন-মাওলানা মোঃ মোশাররফ হোসেন। খতীব,ভোটার পাড়া জামে মসজিদ।।
Leave a Reply