বোয়ালমারী কাঁচদহ সমাজকল্যাণ সংঘের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন ————-
দিনাজপুর থেকে শাহরিয়ার শিহাব ।
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জনপ্রিয় সংগঠন “বোয়ালমারী, কাঁচদহ সমাজকল্যাণ সংঘের” উদ্যোগে আজকে নবাবগঞ্জ উপজেলার ২ নং বিনোদনগর ইউ,পির ৮ ও ৯ নং ওয়ার্ডের গরীব, অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়।
সংগঠন টি প্রতি বছরে এ প্রোগ্রাম টি সম্পন্ন করে থাকে।
উল্লেখ্য যে, সংগঠন টি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার মধ্যে একটি জনপ্রিয় সংগঠন। এ সংগঠন টি ২০২০ সালে ৪০ জন শিক্ষিত, চাকুরীজীবি, মেধাবী ছাত্রদের নিয়ে গঠিত হয়।
সংগঠন টি গঠনের পর হতে এখন পর্যন্ত মানবতার কল্যানের জন্য অনেক অবদান সমাজে রেখে যাচ্ছে।
ইতিপূর্বে ও সংগঠন টি অনেক মসজিদে ডিজিটাল সাউন্ড সিষ্টেম ব্যবস্হা, সহিহ্ কোরআন শিক্ষার ব্যবস্হা,বিভিন্ন মসজিদে সিলিং ফ্যান বিতরন,ফ্রি মেডিক্যাল ক্যাম্প,ফ্রি মেডিসিন বিতরন,করোনাকালীন সময়ে মানুষের মাঝে মাস্ক বিতরন,হ্যান্ড স্যানেটেরাইজ বিতরন,চাল ও ডাল বিতরন,মানুষকে করোনা বেপারে সচেতন করন,মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর,ঈদুল আযহাতে ঈদ সামগ্রী বিতরন,রমজান মাসে ইফতার সামগ্রী বিতরন, গরীব মেধাবী ছাত্র/ছাত্রীদের মাঝে বই পুস্তক বিতরন,মেধাবী ছাত্র/ছাত্রীদের কম্পিউটার প্রশিক্ষণ, প্রতি শীতে কম্বল বিতরন, সেলাই মেশিন বিতরন,কোরআনের হাফেজ দের পাগড়ি বিতরন ও মসজিদের ঈমামদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরন সহ সমাজের প্রতিটি ভালো কাজে অংশ গ্রহন করে ব্যপক সমাদৃত হয়েছে এবং হচ্ছে।
এ বেপারে অত্র সংগঠনের সভাপতি জনাব, বুলবুল আহমেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন-
একঝাঁক শিক্ষিত, তরুন,যুবক যারা সমাজ কে পাল্টে দিতে স্বপ্ন দেখেন,তাদের নিয়ে এ সংগঠন গঠিত হয়েছে।
এ সংগঠন টি একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী সংগঠন।নিজস্ব অর্থায়নে পরিচালিত। আমাদের সংগঠনের উদ্দেশ্য ও লক্ষ্য হচ্ছে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাঁশে দাঁড়ানো,তাদের মুখে একটু হাঁসি ফুটানো।সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মৌলিক চাহিদা গুলো পূরনে এ সংগঠন কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন-তাদের এ ভালোকাজের স্বীকৃতি স্বরুপ অত্র সংগঠন টি আরভি ফাউন্ডেশন কর্তৃক এ বছর হিরো এওয়ার্ড পুরষ্কার প্রাপ্ত হয়েছে।
তিনি এ সংগঠন এর জন্য দেশ বাসীর কাছে দোয়া কামনা করেন,যাতে আগামীর দিনগুলো তেও এ সংগঠন মানবতার জন্য সকল কল্যানকর কাজে অংশ গ্রহন করতে পারে।
সংগঠন এর সাধারণ সম্পাদক জনাব মোস্তফা কামাল রুমন বলেন।আসলে বোয়ালমারী কাচদহ সমাজ কল্যান সংগঠন একটা সমাজসেবী ও অরাজনৈতিক প্রতিষ্ঠান। এর লক্ষ্য হচ্ছে গরীব অসহায় মানুষের পাশে দাড়ানো।এর ধারাবাহিকতায় এবার ও সংগঠন এর সকল সদস্যের সহোযোগিতায় এলাকায় কম্বল বিতরণ করা হলো।তিনি আরও বলেন এবার কম্বল বিতরণে মধ্যবিত্তদের প্রাধান্য দেওয়া হয়েছে। কেননা এলাকায় যারা আসলে গরীব বলে পরিচত তারা প্রত্যেক বছর কারো না কারো থেকে সহায়তা পাচ্ছে। কিন্তু মধ্যবিত্তরা কারো থেকে চাইতে ও পারে না সইতে ও পারেনা। এবং খুব কষ্ট পাচ্ছে।
তাছাড়া এই সংগঠন এর কোন কিছু বিতরণ অথবা সহায়তা করা হলে গ্রহীতা ব্যাক্তির ছবি তোলা হয় না।
Leave a Reply