বগুড়া বগুড়া- ৪ আসনে মাত্র ৯৫১ ভোটে হেরেছেন হিরো আলম । হিরো আলম- ১৯৪৮৬ রেজাউলঃ ২০৪৩৭ বিএনপির ছেড়ে দেওয়া ছয়টি আসনে আজ ভোটগ্রহণ করা হয়েছে । বগুড়া সদর ও নন্দীগ্রাম- কাহালু আসনে উপনির্বাচনে প্রার্থী হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত ব্যক্তি আশরাফুল আলম ওরফে হিরো আলম । তিনি দাবি করেছেন, বগুড়া- ৪ অর্থাৎ নন্দীগ্রাম- কাহালু আসনে তিনি সংসদ সদস্য হতে যাচ্ছেন । হিরো আলম বলেন, সদর আসনে নানা বিশৃঙ্খলা হয়েছে । কিন্তু দুপুরের পর নন্দীগ্রাম- কাহালু এলাকায় এসে দেখেছি, সবাই আমার একতারা মার্কায় ভোট দিয়েছে । সুন্দর পরিবেশে ভোট হয়েছে । সব ঠিক থাকলে আমিই এখানকার এমপি হচ্ছি । বগুড়া- ৪ অর্থাৎ নন্দীগ্রাম- কাহালু আসনের কালিশ পুনাইল মাদরাসা কেন্দ্রের ফলাফল সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে, সেখানে দেখা গেছে হিরো আলম ২১০ ভোট পেয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত জাসদের তানসেন । তানসেন পেয়েছেন ১২৮ ভোট । গত বছরের ১০ ডিসেম্বর দলীয় সিদ্ধান্তে বিএনপির সাংসদগণ পদত্যাগ করায় বগুড়ার দুটি আসন শূন্য হয়ে পড়ে । এই শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করার পর থেকেই আলোচিত হয়ে আসছিলেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম
Leave a Reply