একাদশ শ্রেণিতে ভর্তির চতুর্থ ধাপের আবেদন শেষ হয়েছে। এ ধাপে এক লাখের বেশি আবেদন জমা পড়েছে। এসব আবেদন যাচাই-বাছাই শেষে রোববার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টায় ফল প্রকাশ করা হবে। শনিবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, চতুর্থ ধাপে আবেদনের জন্য দুইদিন সময় দেওয়া হয়েছিল। এতে সারা দেশে মোট এক লাখ আট হাজার ৯৩৬ জন আবেদনকারী আবেদন করেছেন। তাদের মধ্যে পাঁচ লাখ ৮৪ হাজার ৭৩৪ কলেজ নির্বাচন করা হয়েছে। ১২ ফেব্রুয়ারি রাত ৮টায় ফল প্রকাশ করা হবে।
এ ধাপে সব আবেদনকারী পচ্ছন্দের কলেজে ভর্তির সুযোগ পাবে কি না, জানতে চাইলে কলেজ পরিদর্শক বলেন, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য সারা দেশে অনেক আসন এখনো শূন্য রয়েছে। যারা শেষ ধাপে আবেদন করেছেন, তাদের সবাই নির্বাচিত কলেজে ভর্তি সুযোগ পাবেন।
Leave a Reply